Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত "ফাইনান্সিয়াল লিটারেসি উইং" কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-02-26

বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ২৬.০২.২০২৩ তারিখে চট্রগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচির আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবর রহমান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রতিনিধি,  প্রবাসী কল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ নূর আলম সরদার, উপমহাব্যবস্থাপক জনাব ইস্কান্দার পারভেজ, চট্রগ্রামের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক। কর্মশালায় চট্টগ্রামের ৪০ জন অভিবাসী কর্মী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকগন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।